Country

1 year ago

Baiswno Devi Yatra: বৈষ্ণো দেবী যাত্রা শুরু, এখনও বন্ধ নতুন পথ

Again starts Boiswno devi yatra
Again starts Boiswno devi yatra

 

জম্মু, ২০ আগস্ট  : ভারী বর্ষণের পর আকস্মিক বন্যার কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া বৈষ্ণোদেবী যাত্রা শনিবার সকালে ফের শুরু হয়েছে। কিন্তু নতুন পথ (ব্যাটারি গাড়ির রুট) এখনও বন্ধ রয়েছে। এমনকি এই রাস্তায় হাঁটাও নিষিদ্ধ।

শ্রী মাতা বৈষ্ণো দেবী শ্রাইন বোর্ডের সিইও আংশুল গর্গ বলেন, ভারী বর্ষণের পর আকস্মিক বন্যার কারণে কোনও হতাহতের বা সম্পত্তির ক্ষতির খবর পাওয়া যায় নি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কাটরা থেকে বৈষ্ণোদেবীর দিকে তীর্থযাত্রীদের চলাচল বন্ধ হয়ে যায়। দর্শন করে ফিরে আসা তীর্থযাত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়েছিল। কাটরার দিকে আসা তীর্থযাত্রীদের শ্রাইন বোর্ডের কর্মী, পুলিশ এবং সিআরপিএফ আধিকারিকদের এবং ভবনে নিযুক্ত অতিরিক্ত প্রধান নির্বাহী অফিসার নবনীতের তত্ত্বাবধানে নামিয়ে আনা হয়েছিল।

মধ্যরাত পর্যন্ত প্রবল বৃষ্টি হয়েছে। এর ফলে হিমকোটি (ব্যাটারির গাড়ি) পথটি বন্ধ হয়ে যায়। এই পথে এখনও যান চলাচলের জন্য বন্ধ রয়েছে। তবে ইমার্জেন্সি রেসপন্স টিম, সিআরপিএফ এবং মেডিক্যাল ইউনিটকে হাই অ্যালার্টে খোলা রাখা হয়েছে।


You might also like!