Country

10 months ago

Harihara Deshika Swamigal on Modi : ২০২৪-এ প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসা উচিত মোদীর : শ্রী হরিহর দেশিকা স্বামীগল

Shri Harihar Desika Swamigal
Shri Harihar Desika Swamigal

 

নয়াদিল্লি, ২৬ মে : নরেন্দ্র মোদীকেই পুনরায় দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান মাদুরাই অধিনামের প্রধান পুরোহিত শ্রী হরিহর দেশিকা স্বামীগাল। তিনি বলেছেন, ২০২৪-এ প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসা উচিত মোদীর। আগামী ২৮ মে, নতুন সংসদ ভবনের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে 'সেঙ্গোল' উপস্থাপন মাদুরাই অধিনামের প্রধান পুরোহিত শ্রী হরিহর দেশিকা স্বামীগাল। তিনি জোর দিয়ে বলেছেন, নরেন্দ্র মোদীর ২০২৪ সালে আবারও প্রধানমন্ত্রী হিসাবে ফিরে আসা উচিত।

উল্লেখ্য, আগামী ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধনের সময় রাজদণ্ড 'সেঙ্গোল' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পেশ করবেন শ্রী হরিহর দেশিকা স্বামীগাল। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদী বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছেন এবং দেশের সবাই তাঁকে নিয়ে গর্বিত। তাঁর কথায়, "প্রধানমন্ত্রী মোদী এমন একজন নেতা যিনি বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছেন। তিনি মানুষের জন্য ভালো কাজ করছেন। আবার ২০২৪ সালে তাঁকে প্রধানমন্ত্রী হতে হবে এবং মানুষকে পথ দেখাতে হবে। আমরা সকলেই গর্বিত, কারণ বিশ্ব নেতারা আমাদের প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করছেন।"

You might also like!