Country

1 week ago

Earthquake felt in Puri: দিল্লি ও বিহারের পর এবার, দেশের তিন প্রান্তে অনুভূত ভূকম্পন

Earthquake (Symbolic picture)
Earthquake (Symbolic picture)

 

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি : দিল্লি, বিহারের সিওয়ান-এর পর ওড়িশার পুরী। সোমবার সকালে কয়েক ঘণ্টার ব্যবধানে কেঁপে উঠল দেশের তিন প্রান্ত। সোমবার সকালে প্রথমে দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়, এরপরই কেঁপে ওঠে বিহারের সিওয়ান, তারপর ওড়িশার পুরীতে ভূকম্পন অনুভূত হয়েছে।

সোমবার সকাল ৫টা ৩৬ মিনিটে কেঁপে উঠেছিল দিল্লি এবং‌ সংলগ্ন এলাকা। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৪.০। কিন্তু কম্পনের তীব্রতা সেই মাত্রার তুলনায় অনেকটাই বেশি ছিল বলে দাবি স্থানীয়দের একাংশের। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায় দিল্লির ভূমিকম্পের উৎসস্থল মাটির মাত্র পাঁচ কিলোমিটার নীচে। মনে করা হচ্ছে, উৎসস্থলের গভীরতা কম থাকার জন্যই কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়েছে।

এরপর সকাল ৮.০২ মিনিটে কম্পন অনুভূত হয় বিহারের সিওয়ান জেলার বিস্তীর্ণ অংশে। ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে বলে জানায় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। অবশ্য পুরীর ভূকম্পের উৎসস্থল কোথায়, তা এখনও জানা যায়নি। তবে হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

You might also like!