নয়াদিল্লি, ১৮ অক্টোবর : ফের বায়ুদূষণের কবলে রাজধানী দিল্লি। আর এই দূষণের জন্য আম আদমি পার্টির সরকারকে আক্রমণ করলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। একইসঙ্গে দিল্লিবাসীর কাছে তাঁর অনুরোধ, বিজেপিকে অন্তত একবার দিল্লিতে কাজ করার সুযোগ দিন।
শুক্রবার মনোজ তিওয়ারি বলেছেন, "গত ১০ বছর ধরে দিল্লির এএপি সরকারের দূষণ কমানোর কোনও উদ্দেশ্য নেই। দূষণ আবারও ক্ষতিকারক হয়ে উঠছে। দূষিত হচ্ছে নদী ও বাতাস। জনগণ অসুবিধার সম্মুখীন হচ্ছে। এই তো মাত্র শুরু, ৪-৫ মাস পর নির্বাচন আছে, আমি জনগণকে অনুরোধ করছি দিল্লিকে, দিল্লি করার জন্য বিজেপিকে সুযোগ দিন। কোনও সমস্যা হলেই এএপি সরকার জেগে ওঠে। দিল্লির সমস্যার সেই দিন শেষ হবে, যেদিন সমস্যা শুরু হওয়ার আগে তাঁরা জেগে উঠবে।"