Country

11 hours ago

Uttar Pradesh: ঝড়-বৃষ্টির মধ্যেই মেরঠে ভেঙে পড়ল বাড়ির দেওয়াল, শিশু-সহ দু'জন আহত

House wall collapses in field amid storm and rain
House wall collapses in field amid storm and rain

 

মেরঠ, ২২ মে : প্রবল ঝড়-বৃষ্টির মধ্যেই উত্তর প্রদেশের মেরঠে ভেঙে পড়ল একটি তিন-তলা বাড়ির দেওয়াল। দেওয়ালের নীচে চাপা পড়ে আহত হয়েছেন এক মহিলা ও একটি শিশু। বুধবার গভীর রাতে মেরঠে ব্যাপক ঝড় ও বৃষ্টিপাত হয়। সেই সময় লিসারি গেট এলাকায় একটি তিনতলা বাড়ির দেওয়াল ভেঙে পড়ে, একজন মহিলা এবং শিশু আহত হয়।

এছাড়াও রুহাসা গ্রামে একটি গাছ ভেঙে পড়ে এক যুবকের মৃত্যু হয়। নৌচণ্ডী মেলার প্রস্তুতি ব্যাহত হয়, দোলনা ভেঙে পড়ে এবং দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। একজন স্থানীয় বাসিন্দা বলেন, "আমাদের প্রতিবেশীর বাড়ির একটি দেওয়াল ভেঙে পড়ে, একটি শিশু এবং একজন মহিলা আহত হন। ঝড় হচ্ছিল এবং প্রবল বাতাস বইছিল, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।"

You might also like!