লখনউ, ২৩ মে : বিগত দুই দিনে উত্তর প্রদেশের একাধিক জেলায় ঝড় ও বৃষ্টির প্রভাবে মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে। কোথাও গাছ পড়ে, কোথাও দেওয়াল ধসে প্রাণহানি ঘটেছে। শুক্রবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সংশ্লিষ্ট জেলার আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, তারা যেন ক্ষয়ক্ষতির পরিমাণ সরেজমিনে মূল্যায়ন করে সরকারের কাছে রিপোর্ট দিয়ে দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে অনুমোদিত আর্থিক সহায়তা অবিলম্বে পরিবারগুলিকে পৌঁছে দেন।