Country

1 year ago

Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan:আজ ৪৫০ টাকার এলপিজি সিলিন্ডার প্রদান কর্মসূচি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর

Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan
Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan

 

ভোপাল, ১ অক্টোবর  : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রবিবার ৪৫০ টাকার এলপিজি সিলিন্ডার প্রদান কর্মসূচিতে অংশগ্রহণ করতে ভোপালে পৌঁছেছেন। ভোপালের জাম্বোরি ময়দানে আয়োজিত বৃহৎ মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির সম্মেলনে তিনি যোগ দেবেন। সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এলপিজি সিলিন্ডারের ভর্তুরির অর্থ প্রদানের কর্মসূচির জন্য আজ সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী সেখানে যান।

শিবরাজ সিং চৌহান রবিবার মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ১৪০০টি স্কুটি প্রদান করবেন। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর আওতায় যেসব সুবিধাভোগীরা রয়েছেন তাদের অর্থও তুলে দেবেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন জেলার অন্যান্য সুবিধাভোগীরাও এই কর্মসূচিতে যোগ দেবে। জনসংযোগ আধিকারিক রাজেশ বাইন সূত্রে এই তথ্য জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী চৌহান জানান, মধ্যপ্রদেশ রাজ্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগী বোনদের ৪৫০ টাকায় এলপিজি সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোনেদের গ্যাস কোম্পানীর কাছ থেকে বিক্রির হারে সিলিন্ডার কিনতে হবে এবং তারপর ভর্তুকির পরিমাণ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে বলেও জানান চৌহান। ভর্তুকির পরিমাণ তেল কোম্পানিগুলি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগী বোনদের অ্যাকাউন্টে জমা করবে। এই ভর্তুকির পরিমাণ রাজ্য সরকার তেল কোম্পানিকে দেবে। রাজ্য সরকার সরাসরি সেই পরিমাণ অর্থ প্রিয় বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করবে যারা উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগী নন।

You might also like!