Country

1 year ago

Mann ki baat program : ২৮ আগস্ট মন-কি-বাত অনুষ্ঠানের ৯২ তম পর্ব, দেশবাসীর কাছে পরামর্শ চাইলেন প্রধানমন্ত্রী

28 august next Mann ki baat program
28 august next Mann ki baat program

 

নয়াদিল্লি, ১৭ আগস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসের মন-কি-বাত অনুষ্ঠানের জন্য দেশবাসীর কাছ থেকে পরামর্শ আহ্বান করেছেন। মাই গভ অথবা নমো অ্যাপে যে কেউ নিজের মতামত পাঠাতে পারেন। ১৮০০-১১-৭৮০০ নম্বরে ফোন করেও বার্তা রেকর্ড করা যাবে। আগামী ২৮ আগস্ট বেলা ১১-টায় আকাশবাণী ও দূরদর্শনে প্রধানমন্ত্রীর মন-কি-বাত অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৮ আগস্ট রবিবার মন-কি-বাত অনুষ্ঠানে জনগণের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মন-কি-বাত-এর ৯২-তম পর্ব। প্রধানমন্ত্রীর মন-কি-বাত অনুষ্ঠান শোনা যাবে আকাশবাণী ও দূরদর্শনের প্রায় সবকটি প্রচার তরঙ্গে বেলা ১১-টা থেকে। এছাড়াও পিএমও, এআইআর, নিউজ, ডিডি নিউজ, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে।

You might also like!