Country

1 year ago

Municipal Corporation of Delhi : দিল্লি পুর নিগমের ভোটপর্ব শুরু, ২৫০টি ওয়ার্ডে টক্কর মূলত বিজেপি ও আপ-এর মধ্যে

250 wards of the Municipal Corporation of Delhi begins
250 wards of the Municipal Corporation of Delhi begins

 

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর : টানা চতুর্থ বার ক্ষমতা দখল, না-কি বিজেপির দুর্গ ভেঙে এ বার দিল্লি পুর নিগমে প্রথম বার ক্ষমতা পাবে আম আদমি পার্টি (আপ), তারই নির্ণায়ক যুদ্ধ হয়েছে রবিবার সকালে। বিজেপি ও আপ-এর পাশাপাশি লড়াইয়ে রয়েছে কংগ্রেসও। রবিবার সকাল আটটা থেকে দিল্লি পুর নিগমের ২৫০টি ওয়ার্ডের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে।

বিগত ১৫ বছর ধরে দিল্লির পুর নিগমে ক্ষমতায় রয়েছে বিজেপি। এই দেড় দশকে অরবিন্দ কেজরিওয়ালের দল দু’বার দিল্লির মসনদে বসলেও, পুরনিগম ধরে রাখতে সক্ষম হয়েছে বিজেপিই। কিন্তু এ বারের লড়াই কিছুটা আলাদা। এদিকে, পুরনিগম যাতে আরও মসৃণ ও সুষ্ঠু ভাবে কাজ করতে পারে, তাই তিনটি পুর নিগম মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সিদ্ধান্তের ফলে তিনটি পুর নিগমে আসনের যে পুনর্বিন্যাস হয়েছে, তাতে আগেকার ২৭২টির জায়গায় আসন কমে দাঁড়িয়েছে ২৫০টিতে। যাতে মোট প্রার্থী দাঁড়িয়েছেন ১৩৪৯ জন। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ৪০ হাজার পুলিশ কর্মী, ২০ হাজার হোমগার্ড ও ১৮ কোম্পানি আধা সেনা।

এদিন সকাল সকাল সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন কংগ্রেস নেতা অজয় মাকেন, বিজেপি সাংসদ পারভেশ বর্মা, কংগ্রেস নেত্রী অলকা লাম্বা প্রমুখ। দিল্লিবাসীর কাছে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কংগ্রেস নেতা অজয় মাকেন বলেছেন, প্রার্থী দেখে ভোট দেওয়া উচিত মানুষের।


You might also like!