উত্তরকাশী, ৮ আগস্ট : উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ভয়াবহ হড়পা বান আর ক্ষীরগঙ্গার স্রোতে বিপর্যস্ত ধারালী গ্রাম। তারপর থেকে এই এলাকার বাসিন্দাদের উদ্ধার চালিয়ে যাচ্ছে এনডিআরএফ, সেনা ও অন্যান্য বাহিনীর জওয়ানরা। শুক্রবার নতুন করে ১৫০ জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন এনডিআরএফ-এর ডিআইজি গম্ভীর সিং চৌহান। তিনি বলেন, বৃহস্পতিবার প্রায় ৪০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া গিয়েছে। এ দিনও প্রায় ১৫০ জনকে সরানো হয়েছে। যদি আবহাওয়া অনুকূলে থাকে, তাহলে অভিযান এ দিনেই শেষ করা যাবে।