Country

3 weeks ago

Bus Accident in Fort of Chhattisgarh:ছত্তিশগড়ের দুর্গে বাস দুর্ঘটনায় ১২ জন শ্রমিকের মৃত্যু, আহত আরও ১৪ জন

Bus Accident in Fort of Chhattisgarh
Bus Accident in Fort of Chhattisgarh

 

দুর্গ, ১০ এপ্রিল : ছত্তিশগড়ের দুর্গ জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন ১২ জন। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। হতাহতরা সবাই পেশায় শ্রমিক। এসপি জিতেন্দ্র শুক্লা বলেছেন, "মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ, একটি ডিস্টিলারির কর্মীরা তাঁদের শিফট শেষে বাড়ি ফিরছিলেন, সেই সময় দুর্ঘটনাটি ঘটেছে। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১২ জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহতদের এইমস-এ স্থানান্তরিত করা হয়েছে... প্রাথমিকভাবে মনে হচ্ছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে (খনির গর্ত) পড়ে যায়।"

জেলাশাসক রিচা প্রকাশ চৌধুরী বলেছেন, "কুমহারিতে, কেডিয়া ডিস্টিলারের শ্রমিকদের নিয়ে যাওয়া একটি বাস রাত ৮.৩০ মিনিট নাগাদ খাদে পড়ে যায়। ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অন্য ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের চিকিৎসা চলছে। রোগীদের সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা দেওয়া হচ্ছে... দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য ম্যাজিস্ট্রিয়াল তদন্ত করা হচ্ছে।"

দুর্ঘটনার খবর পাওয়ার পর আহতদের দেখতে রায়পুরের এইমস-এ যান ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা। তিনি বলেছেন, "যা হয়েছে তা খুবই দুঃখজনক। সকলেই কেডিয়া ডিস্টিলারির শ্রমিক এবং বাসে বাড়ি ফিরছিলেন। রাস্তার দু'পাশে ২০ ফুট গভীর খাদ, এভাবেই ২০ বছর ধরে তাঁরা যাতায়াত করেছেন, কিন্তু মঙ্গলবার বাসটি পিছলে খাদে পড়ে যায়। এক রোগী জানান, বাসের হেডলাইট জ্বলছিল না, যা দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হতে পারে।


You might also like!