Country

6 days ago

Atishi: ১০ দিন অতিক্রান্ত, এখনও মুখ্যমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি বিজেপি : অতিশী

Atishi
Atishi

 

নয়াদিল্লি : দিল্লিতে সরকার গঠনের তোড়জোড় শুরু করে দিয়েছে বিজেপি। কবে নতুন মুখ্যমন্ত্রীর শপথ, কে হবেন মুখ্যমন্ত্রী, তা এখনও জানায়নি বিজেপি। এমতাবস্থায় বিজেপিকে কটাক্ষ করলেন আম আদমি পার্টি (এএপি)-র নেত্রী অতিশী মারলেনা। তাঁর কথায়, "দিল্লি নির্বাচনের ফলাফল ঘোষণার পর ১০ দিন অতিক্রান্ত। দিল্লির মানুষ আশা করেছিল, বিজেপি ৯ তারিখে তাঁদের মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করবে, ১০ তারিখে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং তারপরে তাঁদের কাজ শুরু হবে।"

অতিশী আরও বলেছেন, "১০ দিন পার হলেও মুখ্যমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি বিজেপি। এটা প্রমাণিত হয়েছে যে, দিল্লি সরকার চালানোর জন্য বিজেপির একটিও মুখ্যমন্ত্রী প্রার্থী নেই। এখন এটা স্পষ্ট যে, প্রধানমন্ত্রী ৪৮ জন বিধায়কের কাউকে বিশ্বাস করেন না; তাঁদের কারোরই সরকার পরিচালনার ক্ষমতা নেই।"


You might also like!