Cooking

7 months ago

coconut oil:নারকেল তেলে রান্না শুনেই নাক সিঁটকোন? কত উপকার জানেন? গন্ধও হয় না মোটেই

coconut oil
coconut oil

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃনারকেল তেলের ব্যবহার বাংলায় রান্নার কাজে বিশেষ দেখা যায় না বললেই চলে। সাধারণত বাঙালিরা চুলের পরিচর্যায় কাজে লাগান নারকেল তেল। তবে নারকেল তেলের খাদ্যগুণ কিছু কম নয়।

দক্ষিণ ভারতে বেশিরভাগ রান্নাই হয় নারকেল তেলে। ইডলি, ধোসা, সম্বর, উত্তপম ধরনের অনেক খাবারই দক্ষিণ ভারতীয়রা রান্না করেন নারকেল তেলে। যদিও সেই রান্নায় নারকেল তেলের গন্ধের কারণে মুখে তুলতে পারেন না অনেক বাঙালিই। তবে নারকেল তেলের রান্না খাওয়া স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট উপকারী।

নারকেল তেলের এই ৬ গুণের কথা অনেকেরই অজানা

হার্ট ভাল রাখে

নারকেল তেল কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। এতে উপস্থিত লরিক অ্যাসিড এলডিএল বা ব্যাড কোলেস্টেরলকে বাড়তে দেয় না। ফলে, হার্ট সুস্থ থাকে।

ওজন কমায়

নারকেল তেল দেহের মেটাবলিক রেট দ্রুত করে। ফলে, হজমের ক্ষেত্রে সুবিধা হয়। সেই কারণেই বাড়তি ওজন বৃদ্ধি আটকায় নারকেল তেল।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

নারকেল তেল শরীরের ভিতরের ব্যাকটেরিয়া এবং ভাইরাস মেরে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও নারকেল তেলের মধ্যে উপস্থিত পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।

হজম ক্ষমতা বাড়ায়

নারকেল তেল হজমের ক্ষমতা বাড়ায়। ব্যাকটেরিয়া, ছত্রাক এবং আরও যা যা উপাদান হজমকে বিলম্বিত করায় সেগুলিকে ধ্বংস করে নারকেল তেল।

ডায়েবেটিস নিয়ন্ত্রণ করে

নারকেল তেল ইনসুলিন ক্ষরণে সাহায্য করে। ফলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এভাবেই ডায়বেটিস নিয়ন্ত্রণে ভূমিকা নেয় নারকেল তেল।

প্রয়োজনীয় পুষ্টি উপাদান

নারকেল তেলের মধ্যে ভিটামিন ই, ভিটামিন কে, এবং একাধিক মিনারেলস আছে। এগুলি শরীর সুস্থ রাখতে সাহায্য করে।


You might also like!