দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাঙালির দুপুরের ভোজের আসরে কোনো মাছের পদ থাকবে না তা কি হয়? আর রোজকার বাজারের থলেতে বাঙালি যে মাছ দেখে অভ্যস্ত তা হল কাতলা। তবে কাতলা মাছের জিরেবাটা দেওয়া পাতলা ঝোল, পেঁয়াজ দিয়ে দই-কাতলা বা সর্ষেবাটার ঝাল এসব তো খাওয়া হল অনেকই। এবার আসুন খুব সামান্য উপকরণের সাহায্যে শিখে নেওয়া যাক কাতলা মাছের বাটি চচ্চড়ি।
উপকরণ:
কাতলা মাছ: ৫০০ গ্রাম (রিং করে কাটা)
রসুন বাটা: ২ টেবিল চামচ
আলু: ২টি মাঝরি (লম্বা লম্বা করে কাটা)
পেঁয়াজ কুচি: ১ কাপ
টোম্যাটো: ১টি বড় (পাতলা করে কাটা)
ধনেপাতা কুচি: ১ টেবিল চামচ
হলুদ গুঁড়ো: ১ টেবিল চামচ
লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ
পোস্ত বাটা: ২ টেবিল চামচ
চেরা কাঁচালঙ্কা: ৪-৫টি
সর্ষের তেল: পরিমাণ মতো
মটরশুঁটি: আধ কাপ
নুন: স্বাদ মতো
প্রণালী:
একটি পাত্রে মাছ নিয়ে তার সঙ্গে সব রকম মশলা মাখিয়ে নিন। যাঁরা কাঁচা মাছ পছন্দ করবেন না, তাঁরা হালকা করে ভেজে নিতে পারেন মাছগুলি। এ বার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে মশলা মাখানো মাছগুলি দিয়ে দিন। মিনিট ১৫ ঢাকা দিয়ে রান্না করুন। প্রয়োজনে সামান্য জল দিতে পারেন। মাছের পদটি বেশ মাখা মাখা হয়ে এলে উপর থেকে কাঁচা সর্ষের তেল আর ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কাতলা মাছের বাটি চচ্চড়ি।