দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইলিশের ডিম আমরা অনেকেই বাড়িতে তৈরি করে থাকি। তবে এই রেসিপি একেবারে ওপার বাংলার। আর সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক রেসিপি।
উপকরণ:
ইলিশ মাছের ডিম ২৫০ গ্রাম, কাঁচা মরিচ কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, হলুদ গুঁড়া এক চা চামচ, সরিষার তেল চার টেবিল চামচ, লবণ স্বাদমতো।
প্রণালী:
১. প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি হালকা ভেজে তুলে রাখুন।
২. একই তেলে বাকি সব মশলা ও মাছের ডিম দিয়ে অনবরত নাড়তে থাকুন। পানি শুকিয়ে এলে নামিয়ে ঠাণ্ডা করুন।
৩. আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি দিয়ে ভালো করে মেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।