Business

4 months ago

Sensex Crosses 80000 Mark:মোদির শপথ নেওয়ার পর দ্রুত 3000 পয়েন্ট বেড়েছে সেনসেক্স

Sensex Crosses 80000 Mark
Sensex Crosses 80000 Mark

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শেয়ারবাজার খুলতেই বুধবার নতুন ঐতিহাসিক উচ্চতা ছুঁয়ে ফেলল সেনসেক্স, নিফটি ৷ মঙ্গলবারের পর আজও ফের মুনাফার মুখ দেখলেন শেয়ার কারবারীরা ৷ সেনসেক্স বুধবার নতুন রেকর্ড গড়ে ব্যাঙ্কিং এবং এফএমসিজি স্টকের দ্রুত দর বৃদ্ধিতে ভর করে প্রথমবারের মতো 80 হাজারের গণ্ডি ছাড়িয়েছে ৷

বাজার খোলার পর বুধবারের প্রাথমিক লেনদেনে সেনসেক্স 572.32 পয়েন্ট বা 0.72 শতাংশ বেড়ে 80,013.77-এর ঐতিহাসিক উচ্চতা ছুঁয়ে ফেলে ৷ একই সময় নিফটিও 168 পয়েন্ট বা 0.70 শতাংশ বেড়ে 24,291.75 এ খুলেছে ৷ ব্যাঙ্ক নিফটি 704 পয়েন্ট বা 1.35 শতাংশ বৃদ্ধির সঙ্গে 52 872.30-এর স্তরে খোলে ৷ পাশাপাশি নিফটি মিডক্যাপ 295.20 বা 0.53 শতাংশ বেড়ে 56149.90-এর স্তরে খোলে ৷ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE), অটো, ফিনান্সিয়াল সার্ভিসেস, এফএমসিজি, মিডিয়া, ফার্মা, পিএসইউ ব্যাঙ্ক, প্রাইভেট ব্যাঙ্ক, রিয়েলটি, হেলথকেয়ার, কনজিউমার ডিউরেবলস, তেল ও গ্যাস এবং নিফটি মিডসামাল হেলথকেয়ারের ক্ষেত্রের শেয়ারগুলি কিছুটা লোকসানের সঙ্গে লেনদেন শুরু করে ৷ পাশাপাশি, শুধুমাত্র আইটি স্টকগুলি প্রাথমিক নেদদেনের সময় লোকসানের মুখ দেখেছে ৷ তবে সেই ধাক্কা দ্রুত সামলে ঘুরে দাঁড়ায় ভারতীয় শেয়ারবাজারের দুই বেঞ্চমার্ক সূচক সেনসেক্স ও নিফটি ৷ তাতেই এদিন সকাল 9টা 55 মিনিট নাগাদ 80 হাজারের গণ্ডি পেরিয়ে যায় সেনসেক্স ৷

পরিসংখ্যান বলছে, তিন মাসেরও কম সময়ের মধ্যে 75 হাজারের গণ্ডি পেরিয়ে 80,000 এর রেকর্ড উচ্চ ছুঁয়েছে বিএসই সেনসেক্স ৷ মোদি সরকারের তৃতীয় অধ্যায় শুরুর পর উল্লেখযোগ্য গতিতে ঊর্ধ্বমুখী হয় সেনসেক্স ও নিফটি ৷ বিনিয়োগ বিশেষজ্ঞদের মতে, দিল্লিতে কেন্দ্রের স্থিতিশীলতা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা এবং অর্থনৈতিক বৃদ্ধির আশা জাগিয়েছে ৷ নরেন্দ্র মোদি 9 জুন তৃতীয়বারে জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন ৷ ঘটনাচক্রে এর পরের দিনই সেনসেক্স 77,000-এর স্তরে পৌঁছে যায় ৷

এর আগে, 9 এপ্রিল প্রথমবার 75 হাজারের মাইলফলক স্পর্শ করে সেনসেক্সের ঊর্ধ্বগামী পথচলা শুরু হয়েছিল৷ তারপর 10 জুন, সেনসেক্স 77,000-এর গণ্ডি অতিক্রম করে ৷ এর মাত্র 15 দিনের মধ্যে 25 জুন সেনসেক্স সূচক 78,000-এর গণ্ডি পেরিয়ে যায় ৷

You might also like!