Business

11 months ago

RBI: ২০০০ টাকার নোট প্রত্যাহার 'মুদ্রা ব্যবস্থাপনা অপারেশনের একটি অংশ'- আরবিআই

Reserve Bank Of India
Reserve Bank Of India

 

আরবিআইঃ  ২০০০ টাকার নোট প্রত্যাহার ভারতীয় মুদ্রা ব্যাবস্থাপনারই একটি অংশ জানাল রিসার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। 

সোমবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) জানিয়েছে সর্বোচ্চ মূল্যের কারেন্সি নোট ও 2,000 টাকার নোট প্রত্যাহার করার সিদ্ধান্তটি কেন্দ্রীয় ব্যাঙ্কের মুদ্রা পরিচালনা কার্যক্রমের একটি অংশ।

আরবিআই শুক্রবার ঘোষণা করেছে যে তারা সর্বোচ্চ-মূল্যের মুদ্রা নোট, 2,000 টাকা প্রত্যাহার করছে এবং বলেছে যে নোটগুলি আইনি দরপত্র হিসাবে অব্যাহত থাকবে। কেন্দ্রীয় ব্যাঙ্ক বলেছে যে বিদ্যমান 2,000 টাকার নোটগুলি 30 সেপ্টেম্বর পর্যন্ত ব্যাঙ্কগুলিতে জমা বা বিনিময় করা যাবে। 

You might also like!