Business

1 year ago

Milk price increased : বৃদ্ধি পেল মধ্যবিত্তের অর্থ-যন্ত্রণা, দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি ও আমূল

Milk price has increased from 17 august
Milk price has increased from 17 august

 

নয়াদিল্লি ও কলকাতা, ১৭ আগস্ট : আরও বৃদ্ধি পেল মধ্যবিত্তের অর্থ-যন্ত্রণা! দেশের বিভিন্ন রাজ্যে বাড়ল প্যাকেটজাত দুধের দাম। লিটার প্রতি ২ টাকা করে বৃদ্ধি পেয়েছে আমূলের তিন ধরনের দুধ। পশ্চিমবঙ্গ, দিল্লি, গুজরাট ও মহারাষ্ট্র-সহ দেশের প্রায় সব রাজ্যেই বেড়েছে আমূলের দুধের দাম। বুধবার থেকেই বর্ধিত দামে ক্রেতাদের কিনতে হয়েছে দুধ।

দুগ্ধ সরবরাহকারী আর এক সংস্থা মাদার ডেয়ারিও দাম বাড়িয়েছে দুধের। মাদার ডেয়ারির তরল দুধের দাম লিটারপ্রতি ২ টাকা বাড়ানো হয়েছে। এই মূল্যবৃদ্ধির ফলে শিশুখাদ্য থেকে মিষ্টির দোকান, সবকিছুতেই প্রভাব পড়ল। দুধের দাম বৃদ্ধির প্রেক্ষিতে অনেক ক্রেতাই অসন্তোষ প্রকাশ করেছেন।

You might also like!