Technology

8 months ago

Honor : 50MP Selfie ক্যামেরা, 16GB RAM এবং OLED Screen সহ বাজার কাঁপাতে চলে এল Honor Magic 6

Honor Magic 6
Honor Magic 6

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রত্যাশা মতোই, অনর (Honor) আজ তাদের Magic 6 সিরিজটি হোম মার্কেট চীনে লঞ্চ করেছে। এই লাইনআপের অধীনে Honor Magic 6 এবং Honor Magic 6 Pro – এই দুটি মডেল বাজারে পা রেখেছে। নতুন ডিভাইসগুলির মধ্যে Honor Magic 6 তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় পারফরম্যান্স অফার করে। এই ফোনটি ওলেড (OLED) ডিসপ্লে, Qualconm Snapdragon 8 Gen 3 চিপসেট, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,৬০০ এমএএইচ ব্যাটারি অফার করে। আসুন তাহলে Honor Magic 6-এর স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Honor Magic 6 এর দাম

চীনে এই ফোনটি তিনটি মডেলে পেশ করা হয়েছে। ফোনের বেস মডেলে 12GB RAM + 256GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে ¥4399 অর্থাৎ প্রায় 52,200 টাকা। একইভাবে ফোনটির 16GB RAM + 256GB মডেল ¥4699 এবং 16GB RAM + 512GB মডেল ¥4999 দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় টাকার দরে এই দাম যথাক্রমে প্রায় 54,900 টাকা এবং 58,200 টাকার কাছাকাছি।

Honor Magic 6 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ফোনে 2800 x 1280 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই 8T LTPO স্ক্রিন OLED প্যানেল দিয়ে তৈরি। এই ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেট, 4320 হার্টস PWM ডিমিং এবং 1600 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: Honor Magic 6 ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 740 জিপিইউ রয়েছে।

স্টোরেজ: চীনে এই ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এতে 12GB এবং 16GB RAM যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 256GB এবং 512GB স্টোরেজ দেওয়া হয়েছে।

রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সঙ্গে 50এক্স জুম সহ 32 মেগাপিক্সেল টেলিফটো লেন্স রয়েছে। এছাড়াও এই সেটআপে ওআইএস ফিচার যোগ করা হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: Honor Magic 6 ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা 30FPS রেটে 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,450mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

চার্জিং: এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 66 ওয়াট ফাস্ট চার্জিং ফিচারের পাশাপাশি 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং টেকনোলজিও রয়েছে।


You might also like!