কলকাতা, ১৪ সেপ্টেম্বর: আগামী কয়েক ঘন্টার মধ্যেই এ রাজ্যের ১৩ টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এ নিয়ে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। শনিবার দুপুরে ২ - ৩ ঘন্টার মধ্যেই বজ্র ঝড়ের সম্ভাবনা আছে। সেইসঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সাম্প্রতিক সময়ে আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষন করেছেন আবহাওয়া বিজ্ঞানীরা। বেশ কয়েক দফায় প্রকাশিত ওই জরুরি ভিত্তিতে আলোচনার পর জানানো হয়েছে - দার্জিলিং ও কালিম্পং এবং জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতে বৃষ্টি হবে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের নয়টি জেলাতে ও রয়েছে হলুদ সতর্কতা। জেলাগুলির নাম - বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদীয়া, উত্তর চব্বিশ পরগনা ও পশ্চিম মেদিনীপুর জেলা।