দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মমতার মুখে কেষ্টবাণী শুনেই বীরভূমের মাটিতে ফের নতুন উদ্যমে মাঠে নামে কেষ্ট শিবির। ফ্লেক্স, ব্যানার থেকে শুরু করে তোরণ সব জায়গাতে শুধু একটাই নাম দেখা যাচ্ছে তা হল অনুব্রত মণ্ডল। এবার অনুব্রতর মঙ্গল কামনায় আরো এক ধাপ এগিয়ে গেল বোলপুর। হাযজ্ঞের আয়োজন হতে চলেছে বোলপুর শহরে। আগামী ১০ ফেব্রুয়ারি বোলপুরের রেল ময়দান দুর্গা মন্দিরে এই মহাযজ্ঞের আয়োজন করা হবে বলে জানা যাচ্ছে।
প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শহরজুড়ে একাধিক জায়গায় বিশালাকার ব্যানার ও পোস্টারও পড়েছে। যজ্ঞের আয়োজক হিসেবে পোস্টারের নীচে লেখা রয়েছে 'প্রিয় অনুব্রত মণ্ডল মহাশয়ের শুভাকাঙ্ক্ষীরা'। ইতিমধ্যেই বোলপুরজুড়ে এই ধরণের পোস্টারে ছেয়ে গিয়েছে। পোস্টারে সমস্ত মানুষকে যজ্ঞে উপস্থিত থাকার আহ্বানও জানান হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বোলপুরের রাজনীতিতে শুরু হয়েছে চর্চা। প্রিয় নেতার জন্য যজ্ঞ হওয়ায় খুশি বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটি।