কলকাতা, ২ ফেব্রুয়ারি: এই বছরের মতো জাঁকিয়ে শীত আর ফিরবে না কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এবার শীতের বিদায়ের পালা। শনিবার থেকেই রোদ ঝলমলে হবে আকাশ। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার থেকে আকাশ পরিষ্কার হবে, বৃষ্টির ঘনঘটাও কেটে যাবে। তবে, শনিবার থেকে আকাশ পরিষ্কার হলেও নতুন করে ঠান্ডার আর ইঙ্গিত নেই। আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, শনিবারের পর থেকে কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। মেঘ-মুক্ত হয়ে উঠবে আকাশ। মহানগরী তিলোত্তমায় শীতের আমেজ একেবারেই উধাও হয়ে গিয়েছে, শুক্রবার সকালে গ্রাম বাংলাতেও তেমন ঠান্ডা ছিল না।