দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে ভালো চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য তৎপর রাজ্য সরকার। রাজ্যের এক বৃহৎ শ্রেণীর সাধারণ মানুষই সরকারি হাসপাতালগুলির উপর পরিষেবা প্রদানের ব্যাবস্থা করে থাকেন। আর শুধু এরাজ্যই নয়, প্রতিবেশী রাজ্য, এমনকী প্রতিবেশী রাষ্ট্র থেকেও বহু মানুষ বাংলায় আসেন চিকিৎসা করাতে। তাঁদের মধ্যে বেশিরভাগই আউটডোরে টিকিট করিয়ে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। তাই বিভিন্ন মেডিক্যাল কলেজের আউটডোর পরিষেবা সাধারণ মানুষের কাছে ভীষণই প্রয়োজনীয়।
বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বর্ধমানের মানুষই নন, পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষও চিকিৎসা করাতে আসেন। তাই এই হাসপাতালের বহির্বিভাগ অত্যন্ত ব্যস্ত। একনজরে জেনে নেওয়া যাক, এই হাসপাতালেরর বহির্বিভাগে সপ্তাহের কোন দিন কোন ডিপার্টমেন্টের চিকিৎসকরা রোগী দেখেন।
প্রতি সপ্তাহের সোম ও শুক্রবার বসেন মেডিসিন বিভাগের চিকিৎসক। পেডিয়াট্রিক বিভাগের চিকিৎসক বসেন সোম মঙ্গল ও বৃহস্পতিবার। শল্য চিকিৎসা বিভাগের চিকিৎসকদের পাওয়া যাবে সোম, মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও শনি। স্ত্রী রোগ বিভাগের চিকিৎসকদের পাওয়া যাবে সোম থেকে শনি প্রতিদিনই। নাক -কান -গলার চিকিৎসকরা বসেন সোম থেকে বৃহস্পতি। অস্থি বিভাগের চিকিৎসরা আবার সোম থেকে শনি প্রতিদিনই বসেন। চোখের ডাক্তার বসেন মঙ্গল ও শনি। চর্মরোগের চিকিৎসকে বহির্বিভাগে পাওয়া যাবে মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শনি। দন্ত বিভাগের চিকিৎসক বসেন সোম থেকে বৃহস্পতিবার। আর অঙ্কোলজি বিশেষজ্ঞ বসেন সোম ও মঙ্গলবার। সেক্ষেত্রে যাঁরা যে বিভাগে চিকিৎসা করাতে চান, তাঁরা সেই দিন অনুযায়ী বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এলে চিকিৎসা করাতে পারবেন বলেই জানাচ্ছে কর্তৃপক্ষ।