মুর্শিদাবাদ, ২৫ জানুয়ারি : মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকার জাতীয় সড়কের মোড়ে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক ভিলেজ পুলিশের, এছাড়াও দু'জন সিভিক ভলান্টিয়ার আহত হয়েছেন। পুলিশ সূত্রের খবর, ঘটনাস্থলে মৃত্যু হয়েছে অভি ঘোষ নামে ৩৭ বছরের এক ভিলেজ পুলিশের। বাকি দুই সিভিক ভলান্টিয়ারের চোট গুরুতর। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘাতক লরির চালক এবং খালাসিকে গ্রেফতার করেছে।
শনিবার সকালে রাস্তার ট্র্যাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব সামলাচ্ছিলেন দুই সিভিক ভলান্টিয়ার এবং এক ভিলেজ পুলিশ। আচমকা বেপরোয়া গতিতে ছুটে আসা লরির ধাক্কায় জখম হন তিন জনই। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ভিলেজ পুলিশের। শনিবার সকাল ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। নবগ্রাম মোড়ে যান নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন দুই সিভিক ভলান্টিয়ার এবং এক ভিলেজ পুলিশ। কুয়াশার মধ্যেই প্রচণ্ড গতিতে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনকে ধাক্কা মারার পর ডিভাইডারে ধাক্কা মারে। লরির চাকায় পিষ্ট হন ভিলেজ পুলিশ অভি। বাকি দুই সিভিক ভলান্টিয়ার লরির ধাক্কায় ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়েন।