West Bengal

1 year ago

Ganga Sagar Mela 2024 : গঙ্গাসাগর ও বইমেলায় নির্বিঘ্ন পরিষেবার জন্য এ বার থাকছে প্রিপেড অ্যাপ-ক্যাব বুথ

prepaid app-cab  for Gangasagar and Book Fair (Sy,bolic Picture)
prepaid app-cab for Gangasagar and Book Fair (Sy,bolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গঙ্গাসাগর ও বইমেলায় সুষ্ঠ পরিষেবা দিতে চালু হচ্ছে প্রিপেড অ্যাপ-ক্যাব।  সরকারি-বেসরকারি মিলিয়ে গঙ্গাসাগর মেলার জন্য প্রায় ৪,৬০০ এবং বইমেলার জন্য ২০০টি বাস থাকছে। নির্বিঘ্ন পরিষেবার স্বার্থে গঙ্গাসাগরের বিভিন্ন রুটে থাকছে পরিবহণ দপ্তরের কন্ট্রোল রুম। থাকছে বইমেলার মাঠেও।

এ বার গঙ্গাসাগরের সিঙ্গল টিকিটের দাম আগের বারের তুলনায় কমানো হয়েছে। যদিও তাতে লট-৮ থেকে কলকাতা ফেরার টিকিট ধরা নেই। গত বছর বইমেলার সময়ে কিছু রুটের অটোচালক বেশি ভাড়া নিচ্ছিলেন বলে অভিযোগ। এ বার পরিবহণ দপ্তর ভাড়ার তালিকা নির্দিষ্ট করার পাশাপাশি নজরদারিও চালাবে। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বুধবার এক সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি জানান, গঙ্গাসাগরের জন্য শুধু সরকারি বাসই থাকছে ২,৫০০। বাবুঘাট ও হাওড়া স্টেশন থেকে এক টিকিটে বাস এবং ফেরিতে গঙ্গাসাগর গিয়ে ওই টিকিটেই সরকারি বাসে লট-৮ পৌঁছতে পারবেন পুণ্যার্থীরা। হাওড়া এবং বাবুঘাট থেকে এই টিকিটের দাম যথাক্রমে ১৪৫ এবং ১৪০ টাকা। গত বছর যা ছিল ২০০ টাকা।

গঙ্গাসাগর মেলার জন্য থাকছে ৩২টি সরকারি এবং ৭০টি বেসরকারি ভেসেল। থাকছে ১০০টি লঞ্চ এবং ৬টি বার্জ, ২১টি জেটি। আজ, বৃহস্পতিবারই শুরু হয়ে যাচ্ছে পরিষেবা। এর আগে প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছিল, ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীরা কালীঘাট বা দক্ষিণেশ্বরেও যান। কিন্তু বিপুল ভাড়া হাঁকে বেশিরভাগ ট্যাক্সি। 

এ বার তাই বাবুঘাট থেকে কালীঘাট এবং দক্ষিণেশ্বর পর্যন্ত ১০টি বাস চালাবে পরিবহণ দপ্তর। এক রুটে আরও দু’টি বাস চালাবে পর্যটন দপ্তরও। পরিবহণমন্ত্রী বলেন, ‘গত বছর বইমেলায় সল্টলেক এবং উল্টোডাঙা থেকে অটোচালকরা বেশি ভাড়া নিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। এ বার আমরা ভাড়ার তালিকা তৈরি করে তা স্ট্যান্ড এবং অটোর মধ্যে টাঙিয়ে দেবো। দেওয়া থাকবে হেল্পলাইন নম্বরও। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’

পরিবহণমন্ত্রীর সঙ্গে এ দিন বইমেলা কমিটির তরফে বৈঠক করেন ত্রিদিব চট্টোপাধ্যায় এবং সুধাংশুশেখর দে। ছিলেন একটি অ্যাপ-ক্যাব সংস্থার প্রতিনিধিরাও। মেলায় প্রি-পেড ট্যাক্সি বুথের পাশাপাশি অ্যাপ-ক্যাবেরও বুথ থাকছে।


You might also like!