West Bengal

3 weeks ago

Dilip Ghosh: কেন্দ্রীয় সরকার অপরাধীদের প্রয়োজনে মাটির তলা থেকে তুলে এনে বিচার করবে : দিলীপ ঘোষ

Dilip Ghosh (File Picture)
Dilip Ghosh (File Picture)

 

দুর্গাপুর, ৮ এপ্রিল: কেন্দ্রীয় সরকার প্রয়োজনে অপরাধীদের মাটির তলা থেকে তুলে এনে বিচার করবে। তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি দিলেন বর্ধমান-দুর্গাপুর সংসদীয় আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সোমবার দিলীপ কেন্দ্রীয় এজেন্সির উপরে হামলার অভিযোগ প্রসঙ্গে বলেন, “কিছু করতে পারবে না। এই কেন্দ্রীয় সরকার অপরাধীদের প্রয়োজনে মাটির তলা থেকে তুলে এনে বিচার করবে।”

সোমবার সকালে দুর্গাপুরে দিলীপ ঘোষকে দেখে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এর ফলে ঝামেলার সৃষ্টি হয় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে। সেই সময় দিলীপ ঘোষ বলেছেন, "ভাইপো চোর, পিসি চোর, তৃণমূলের সবাই চোর।" দিলীপ আরও বলেন, "তৃণমূলের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। সেই জন্য তাঁদের কিছু মহিলা এসেছিলেন ঝামেলা করতে। আর কিছু করতে পারবেন না।”

উল্লেখ্য, সোমবার সকালে দুর্গাপুরের ফুলঝোড় মোড়ে ‘চায়ে পে চর্চা’য় যোগ দিতে গিয়েছিলেন বর্ধমান-দুর্গাপুর সংসদীয় কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি এমএমসি টাউনশিপ এলাকায় প্রাতর্ভ্রমণ সেরে ওই কর্মসূচিতে যোগ দেন। দিলীপ পৌঁছনোর পরেই তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। ওঠে ‘জয় বাংলা’ স্লোগানও।

You might also like!