Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

West Bengal

1 year ago

Attack on BJP Worker:বিজেপি কর্মীর কান কাটা নিয়ে উত্তেজনা ভগবানপুরে

Injured BJP workers
Injured BJP workers

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভোটের আগেই রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর। এক বিজেপি কর্মীর কান কাটা গেল! এই ঘটনায় বুধবারও এলাকায় উত্তেজনা রয়েছে।

কাঠগড়ায় শাসকদল তৃণমূল। আক্রান্তের নাম সুব্রত বাগ। এলাকায় তিনি সক্রিয় বিজেপি কর্মী বলেই পরিচিত। মঙ্গলবার রাতে তাঁর উপর হামলা চালিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কান কেটে নেয় বলে অভিযোগ। আহত অবস্থায় তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

পূর্ব মেদিনীপুরের কাঁথির ভগবানপুর থানা এলাকার হাড়মশানি গ্রামের বাসিন্দা সুব্রত বাগ। তাঁর বাড়ি হরিজন পল্লিতে। অভিযোগ, রাতে বাড়িতে হামলা চালিয়ে সুব্রতর কান কেটে নেওয়া হয়। তাঁকে উদ্ধার করে প্রথমে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই তিনি চিকিৎসাধীন।

গোটা ঘটনায় তৃণমূলকেই দায়ী করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি কর্মী সুব্রত বাগের অভিযোগ, দলবদলের পর থেকেই তৃণমূল অত্যাচার করছে। কান কেটে ফেলা তারই অংশ।


You might also like!