West Bengal

1 month ago

Sandeshkhali:সন্দেশখালিতে ফের উত্তেজনা, অভিযোগ সুপারভাইজারের বিরুদ্ধে

Tension again in Sandeshkhali, complaints against the supervisor
Tension again in Sandeshkhali, complaints against the supervisor

 

উত্তর ২৪ পরগনার, ২১ মার্চ : সন্দেশখালিতে বৃহস্পতিবাবার সুপারভাইজারের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন জব কার্ড হোল্ডাররা। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় সন্দেশখালির শেয়ারা রাধানগর এলাকায়। যদিও অভিযুক্ত সুপারভাইজার ইতিমধ্যেই গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ।

বিক্ষোভকারীদের অভিযোগ, জব কার্ড হোল্ডারদের কারও ২০ দিন, কারও বা ৩০ দিন কাজ হয়েছে। কিন্তু সুপারভাইজার বরুণ হালদার ১০০ দিন কাজের হিসেবে সবার কাছ থেকে সই করে টাকা তুলে নিয়েছে বলে অভিযোগ। এমনকী জব কার্ড হোল্ডারদের যাঁর যত টাকা পাওনা হয়েছে, তা নিতে গেলে সুপারভাইজারকে ''কাটমানি'' দিতে হচ্ছে।

এরই প্রতিবাদে বৃহস্পতিবার জব কার্ড হোল্ডাররা সুপারভাইজারের বাড়িতে দেখা করতে যান। কিন্তু সুপারভাইজার জব কার্ড হোল্ডারদের সঙ্গে দেখা না করে গা ঢাকা দেন বলেই অভিযোগ। তারপরেই জব কার্ড হোল্ডাররা প্ল্যাকার্ড হাতে নিয়ে বরুণ হালদারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। ঘটনায় বেশ উত্তেজনা ছড়ায় শেয়ারা রাধানগর এলাকায়।


You might also like!