দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- : দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদিত্যপুর স্টেশনে তৃতীয় রেলপথ প্রকল্পের কাজের জন্য আগামী ২৭ সেপ্টেম্বর ১৫৬৩০ শিলঘাট টাউন-তাম্বরম এক্সপ্রেস জয়চণ্ডী পাহাড়-আদ্রা-মেদিনীপুর-হিজলি পাহাড় রুটের বদলে জয়চণ্ডী পাহাড়-পুরুলিয়া-টাটানগর- হিজলি হয়ে যাবে।
এছাড়া, শনিবার থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ০৮১৭৩/০৮১৭৪ আসানসোল-টাটানগর- আসানসোল প্যাসেঞ্জার এবং ১৩৫১১/ ১৩৫১২ টাটানগর- আসানসোল- টাটানগর এক্সপ্রেস পুরুলিয়া থেকে ছাড়বে এবং পুরুলিয়া পর্যন্ত আসবে।