Breaking News
 
Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায় CM Mamata Banerjee:শেষ মুহূর্তে রদবদল! আজ মিরিকে যাচ্ছেন না মমতা, বিপর্যস্ত সুখিয়াপোখরি পরিদর্শনে মুখ্যমন্ত্রী

 

West Bengal

10 months ago

Suvendu Adhikari: দলীয় বিধায়কদের নিয়ে 'দ্য সবরমতী রিপোর্ট' সিনেমা দেখলেন শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিজেপি বিধায়কদের নিয়ে 'দ্য সবরমতী রিপোর্ট' সিনেমা দেখতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অতীতেও এমন দৃশ্য দেখা গিয়েছিল। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য কাশ্মীর ফাইলস ছবির সময়। দলে দলে সিনেমা হলে ঢুকেছিলেন বিজেপির নেতা-মন্ত্রীরা। দ্য কেরালা স্টোরি-র ক্ষেত্রেও ফিরেছিল এই দৃশ্য।

বিক্রান্ত মেসি অভিনীত 'দ্য সবরমতী রিপোর্ট' এর প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত ছবিটি দাঁড়িয়ে রয়েছে ২০০২ সালের একটি ঘটনার উপর। সে বছর গুজরাতের গোধরা স্টেশনের কাছে সবরমতী এক্সপ্রেসে আগুন লেগেছিল। ২৭ ফেব্রুয়ারি ওই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল বহু মানুষের। যারা অযোধ্যায় করসেবা করে ফিরছিলেন। এদিকে এরপরেই গুজারাতে শুরু হয়েছিল দাঙ্গা।

গুজরাতে তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। সেসময় রেলমন্ত্রী ছিলেন লালুপ্রসাদ যাদব। সবরমতী এক্সপ্রেসের মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে। ২০০৪ সালে প্রকাশ্যে এসেছিল রিপোর্ট। যেখানে 'অগ্নিকাণ্ড'-কে দুর্ঘটনা বলা হয়েছিল। তবে এখানেই বিষয়টা থেমে থাকেনি। গুজরাত সরকারের তৈরি নানাবতী মেহতা কমিশন অন্য দাবি তোলে। ২০০৮ সালে তাঁদের দাবি তুলে জানিয়েছিল, 'ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ' করা হয়েছিল ওই ট্রেনে। আর এখানেই বিতর্কের শুরু। সেই ইস্যু নিয়েই তৈরি হয়েছে 'দ্য সবরমতী রিপোর্ট'।

এদিন বিজেপি বিধায়কদের নিয়ে 'দ্য সবরমতী রিপোর্ট' সিনেমা দেখতে গিয়েছেন বিরোধী দলনেতা। সল্টলেক সিটি সেন্টারে বিক্রান্ত মেসি অভিনীত 'সবরমতী রিপোর্ট' সিনেমা দেখতে যান বিজেপি বিধায়করা। প্রায় ৫০ জন বিজেপি বিধায়ককে নিয়ে সিনেমা দেখতে যান শুভেন্দু অধিকারী।

You might also like!