দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের হোস্টেল থেকে হঠাৎই উধাও হয়ে গেল ছাত্র। সেই নিখোঁজ ছাত্রর নাম মুক্তেশ্বর মাহাতো, বাড়ি পূর্ব মেদিনীপুর। অষ্টম শ্রেণীতে পাঠরত এই ছাত্রের নামে মিশনের তরফে থানায় ডায়েরি দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি নিখোঁজ হয়ে যাওয়া ছেলের। হোস্টেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে মুক্তেশ্বর রবিবার রাতের দিকে পিঠে একটি ব্যাগ নিয়ে পাঁচিল টপকানোর চেষ্টা করছে।
সোমবার সকালে হাওড়া স্টেশনে আটটা পাঁচের মেদিনীপুর লোকালে উঠতে দেখা গিয়েছিল তাকে। অথচ সে বাড়ি যায়নি। এরপর থেকে সন্ধান মেলে নি তাঁর। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে ওই ছাত্রের বাবা-মাকে এই খবর দেওয়া হলে, তারা মিশনে আসেন। সোমবার নরেন্দ্রপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।
রবিবার রাত ১১টা ৩৪ মিনিট নাগাদ হস্টেলের মূল গেটে এসেছিল সে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গেট খোলা না বন্ধ, তা দেখছে মুক্তেশ্বর। অন্য একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে রাত ১১টা ৫৩ মিনিট নাগাদ পিঠে একটি ব্যাগ নিয়ে হাঁটতে দেখা গেছে তাকে। তারপর হস্টেলের কাছে অন্য একটি গেট দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে সে। ১১টা ৫৪ মিনিট পর্যন্ত সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেছে।
এর পর আর তাকে দেখা যায়নি। স্কুলের তথ্য ও পরিবার সূত্রে জানা গেছে, সেই সময় তার পরনে ছিল লাল রঙের হাইনেক ইনার এবং নেভি ব্লু ট্র্যাক প্যান্ট। স্কুলের পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় এফআইআর করা হয়েছে।
জানা গিয়েছে, হস্টেলের দোতলা থেকে লাফ দিয়ে নীচে নামে ওই ছাত্র। এরপর হস্টেল লাগোয়া ক্যাম্পাসের হাসপাতালের কাছে যে পাঁচিল রয়েছে, সেটি বেয়ে ওপরে চলে যায়। তখন ঘড়ির কাঁটা এগারোটা বেজে ৫৪ মিনিট। রাস্তার সিসি ক্যামেরায় কামালগাজি পর্যন্ত শেষ দেখা গিয়েছে তাকে।