কলকাতা, ৪ অক্টোবর : শুক্রবার নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা উত্তর বঙ্গোপসাগরে। ফলে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণে শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে উত্তর আন্দামান সাগর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া প্রভাবে নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। এছাড়াও, মৌসুমী অক্ষরেখা সক্রিয় উত্তর-পূর্ব ভারতে।