কলকাতা, ১১ সেপ্টেম্বর : উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের দূরাবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশিষ্ট চিকিৎসক ডঃ ইন্দ্রনীল খান। টুইটারে পোস্ট করা এক বার্তায় তিনি অভিযোগ করেন, উত্তরবঙ্গের লবির তত্ত্বাবধানে থাকা এই কলেজে চিকিৎসা সামগ্রীর ব্যাপক অপচয় ও দূষণ দেখা যাচ্ছে। প্লাস্টিক, ব্যবহৃত গ্লাভস এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে কলেজের বিভিন্ন অংশে, যা স্বাস্থ্যব্যবস্থার চরম অব্যবস্থাপনা ও উদাসীনতার পরিচয় দেয়।
ডঃ ইন্দ্রনীল খান উল্লেখ করেন, ২০২৩ সালের এপ্রিল মাসের চিত্রও যথেষ্ট উদ্বেগজনক ছিল, যখন এই লবি সক্রিয়ভাবে কাজ করছিল। তিনি প্রশ্ন তোলেন, যারা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি যত্নশীল নয়, তারা কীভাবে পশ্চিমবঙ্গের ১০ কোটি মানুষের স্বাস্থ্য পরিষেবার দায়িত্ব পালন করবে? তিনি আরও বলেন, এই অব্যবস্থার কারণেই রাজ্যের পুরো চিকিৎসা সমাজ রাস্তায় নেমে প্রতিবাদ করছে। উল্লেখ্য, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ দীর্ঘদিন ধরেই পরিষেবার মান নিয়ে সমালোচনার সম্মুখীন হয়ে আসছে।