West Bengal

1 year ago

Hazarduari : হাজারদুয়ারিতে নিষিদ্ধ নেশার সামগ্রী, পরিচ্ছন্নতা নিয়ে কড়া দিঘা প্রশাসনও

Prohibited drugs in Hazarduari, strict Digha administration
Prohibited drugs in Hazarduari, strict Digha administration

 

মুর্শিদাবাদ, ৪ ডিসেম্বর : ডিসেম্বর মাস পড়ে গিয়েছে। পারদ পতনও অব্যাহত। এই পরিস্থিতিতে পিকনিকের আমেজ জমজমাট। তার মধ্যে আবার রয়েছে বড়দিন থেকে নিউ ইয়ার। মনটা নিশ্চয় উড়ু উড়ু। তবে শীতের মরশুমে কড়া নিয়মকানুন আনল একাধিক পর্যটন কেন্দ্র । মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে ইতিমধ্যেই নিষিদ্ধ হয়েছে পান, গুটখা, সিগারেট-সহ অন্যান্য নেশার সামগ্রী। অন্যদিকে, নিয়মের কড়াকড়ি করছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। দিঘাতে প্লাস্টিক এবং থার্মোকলের ব্যবহার বন্ধ । আর কোনভাবেই এই নিয়মের অন্যথা না হয় তার জন্য বিশেষ নজরদারি চালানো হবে।

মুর্শিদাবাদ জেলার পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান হাজারদুয়ারি প্যালেস। সেই চত্বর সাফসুতরো রাখতে বদ্ধপরিকর আর্কেওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর তাই ইতিমধ্যে জারি করেছে নয়া নিয়মাবলী। আর্কেওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কোনও রকম নেশার দ্রব্য নিয়ে আসা যাবে না হাজারদুয়ারী পার্কে। পান, গুটখা, সিগারেট-সহ অন্যান্য নেশার সামগ্রীতেও নিষেধাজ্ঞা। সামনেই পর্যটনের মরশুম। এখন থেকেই সচেতনতামূলক এই প্রচার চালাতে শুরু করেছে কর্তৃপক্ষ।

শীতের মুখে বেড়াতে যাওয়ার আগে হাজারদুয়ারি সম্পর্কে আরও কয়েকটি তথ্যও জেনে নেওয়া জরুরি। এবার থেকে হাজারদুয়ারি চত্বরে ঢুকতে গেলেই ফেলতে হবে কড়কড়ে ২০ টাকা। ইচ্ছা করুক বা না করুক, কাটতে হবে মিউজিয়ামে ঢোকার টিকিট। এতদিন হাজারদুয়ারির গেট দিয়ে ঢুকতে কোনও টিকিট লাগত না। বাইরে থেকে হাজারদুয়ারির সামনের মাঠে ঘুরতে পারতেন, ছবি তুলতে পারতেন, আড্ডাও মারতে পারতেন। মিউজিয়ামে প্রবেশ করতে হলে তবেই টিকিট কাটতে হত। এবার সেই রীতিতে ছেদ পড়েছে।

শুধু মুর্শিদাবাদের হাজারদুয়ারি নয়, পরিচ্ছন্নতা সংক্রান্ত বিধি কার্যকর হয়েছে বাঙালির ভীষণ প্রিয় দিঘাতেও। শীতের ছুটি, নববর্ষে সেখানে ভিড় জমায় বহু পিকনিক পার্টি। আর নিজেদের মজার ফাঁকে নোংরা করে আসে সমুদ্র সৈকত। কোথাও জমা হয় প্লাস্টিকের গ্লাস, জলের বোতল তো কোথাও আবার ডাঁই হয় থার্মোকলের প্লেট। দৃশ্যদূষণের পাশাপাশি দূষিত হয় পরিবেশও। আর তাই এবার সেই পরিস্থিতি এড়াতে কড়া হচ্ছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। এ প্রসঙ্গে পর্ষদের আধিকারিক মানসকুমার মণ্ডল জানিয়েছেন, “দিঘাতে প্লাস্টিক, থার্মোকল ব্যবহার নিষিদ্ধ। অন্য সময় তা ব্যবহার হয় না। তবে পিকনিকের মরশুমে বহু মানুষ আসেন। সেই সময় যাতে এই নিয়ম ভাঙা না হয় তার দিকেও কড়া নজর থাকবে। এখন থেকেই সেই প্রচার চালানো শুরু হয়েছে।”

You might also like!