কলকাতা, ১৬ সেপ্টেম্বর : নিম্নচাপের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত রাজ্যের বিভিন্ন জেলায়। কোথাও জলমগ্ন বিস্তীর্ণ অঞ্চল, কোথাও আবার ভেঙে পড়েছে বাড়ি। রাস্তা ধসেও গিয়েছে নানা স্থানে। সোমবারই পুরুলিয়ার রঘুনাথপুর ২ নম্বর ব্লকের বামড়রা গ্রামের এক ব্যক্তির বাড়ি ভেঙে পড়েছে। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর নেই। আপাতত পরিবারের সদস্যরা পঞ্চায়েত সদস্যার বাড়িতে আশ্রয় নিয়েছে।
অন্যদিকে, মুর্শিদাবাদের শক্তিপুর থানার অন্তর্গত কামনগর গ্রাম পঞ্চায়েতের অধীনে বাবলা নদীর ধারে একটি রাস্তা ধসে গিয়েছে। নগরগ্রাম থেকে সাহারবাড়ি গ্রাম যাওয়ার একমাত্র রাস্তাটি ভেঙে যাওয়ায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা। গত তিনদিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, সঙ্গে ঝোড়ো হাওয়াও বইছে। যার জেরে নদীর জল এই রাস্তার একাংশ ধসিয়ে দিয়েছে।