West Bengal

2 hours ago

North Bengal Disaster: জলের তোড়ে ভাঙল হলং নদীর কাঠের সেতুর একাংশ

Bridge collapses in West Bengal's Darjeeling
Bridge collapses in West Bengal's Darjeeling

 

জলদাপাড়া, ৫ অক্টোবর : শনিবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। বৃষ্টির জেরে কমবেশি প্রায় সব নদীরই জলস্তর বেড়েছে। আর এবার জলের তোড়েই ভেঙে পড়ল হলং নদীর উপরে থাকা কাঠের সেতু। জানা গিয়েছে, রবিবার সকালে হঠাৎই কাঠের সেতুটির একাংশ ভেঙে পড়ে। উল্লেখ্য, এই হলং নদীর উপরে থাকা কাঠের সেতুটিই হল জলদাপাড়া টুরিস্ট লজে যাওয়ার একমাত্র পথ। এই সেতু দিয়েই প্রতিদিন বহু পর্যটকরা জঙ্গল সাফারিতেও যান।

You might also like!