শিলিগুড়ি, ৪ জুলাই ঃ বিপর্যয়ের মুখে শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিম যাওয়ার ১০ নম্বর জাতীয় সড়ক। বুধবার ফের পুরোপুরি বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক । কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি । তার জেরে তিস্তায় জলস্ফীতি, বিক্ষিপ্তভাবে বিরামহীন ধস নামা এবং ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা দিনদিন বেড়েই চলেছে। রাস্তা থেকে ধসের বালি-পাথর সরানোর কাজ শুরু হয়েছে। বিরামহীন বৃষ্টিতে সিকিমের পাশাপাশি দার্জিলিং পাহাড়েও একাধিক জায়গায় মঙ্গলবার ধস নেমেছে বলে খবর। এদিকে রোদের দেখা নেই। প্রবল বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতির মধ্যেই পানিঘাটা-দুধিয়ার রাস্তার বেশ কয়েকটি জায়গা এবং মিরিক-শিলিগুড়ি বাইপাস রোডের দুটি জায়গায় ধস নেমেছে। গয়াবাড়িতে একটি বাড়ি ধসে গিয়েছে। ভূমিধসের জেরে রোহিণীতে একটি বড় গাছ উপড়ে পড়েছে। তিস্তাবাজারে জলস্ফীতি ঘটায় দিনভর পেশক রোড বন্ধ থাকলেও মঙ্গলবার বিকেলে যান চলাচল শুরু হয়।