বারাণসী, ৮ আগস্ট : উত্তর প্রদেশে গঙ্গা এখনও শান্ত হয়নি। শুক্রবার সকালেও বারাণসী জেলায় গঙ্গা বিপদসীমার উপরে বইছে এমনটাই জানিয়েছে জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ । এদিন সকালে জারি হওয়া সতর্কতায় তাঁরা জানান, এখনও বন্যা পরিস্থিতির মধ্যে দিয়ে গঙ্গা বইছে। ইতিমধ্যেই বন্যা কবলিত এলাকাগুলিতে সকাল থেকেই নজরদারি বাড়িয়েছে প্রশাসন।
লখনউয়ের কেন্দ্রীয় বন্যা নিয়ন্ত্রণ দফতরের সূত্রে জানা গেছে , গঙ্গা এখনও বিপদসীমার ০.৩ মিটার উপরে বইছে। বারাণসীর লাগোয়া গাজিপুর জেলাতেও গঙ্গা নদী রুদ্ররূপে দেখা যাচ্ছে। এখানে বিপদসীমার ১.৪ মিটার উপরে বইছে । আনুমানিক প্রায় কয়েকশো গ্রামে বন্যার জল ইতিমধ্যে ঢুকেছে। নষ্ট হয়েছে চাষের জমির ও ফসল। প্রশাসন বালিয়ায় জারি করেছে সতর্কতা। তবে গঙ্গার ভয়াবহ পরিস্থিতি কিছুটা হলেও স্বস্তিদায়ক হয়েছে প্রয়াগরাজ ও মির্জাপুর জেলায়। প্রয়াগরাজে গঙ্গা বিপদসীমার ১.৩ মিটার এবং মির্জাপুরে ০.৪ মিটার নিচে বইছে।