West Bengal

1 month ago

Murshidabad: কলকাতায় মৃত্যু মুর্শিদাবাদের গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর, দুষ্কৃতীরা এখনও অধরা

Rubel Sheikh

 

কলকাতা, ২ ফেব্রুয়ারি : কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল মুর্শিদাবাদের নবগ্রামের গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস কর্মীর। নিহত তৃণমূল কর্মীর নাম-রুবেল শেখ। গত মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের নবগ্রামের বিল বসিয়া এলাকায় পিকনিক চলাকালীন গুলিবিদ্ধ হয়েছিলেন রুবেল শেখ। রুবেলকে প্রথমে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার ভোরের দিকে রুবেলের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় নীলরতন সরকার মেডিক্যাল কলেজে।

সেখান থেকে তাঁকে ভর্তি করানো হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার ভোররাত দেড়টা নাগাদ মৃত্যু হয় রুবেলের। অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই মৃত্যু বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। রুবেল নবগ্রাম ব্লকের তৃণমূল সভাপতি এনায়েতুল্লাহর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁর বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে পরিবার। পুলিশ সূত্রের খবর, রুবেল বহরমপুর কলেজ থেকে স্নাতক উত্তীর্ণ হয়ে জমি ব্যবসায় জড়িয়ে পড়েছিলেন। রুবেলকে খুনের ঘটনায় দুষ্কৃতীরা এখনও অধরা।


You might also like!