Breaking News
 
Narendra Modi : রাহুলকে নিশানা করে মোদী বললেন, ‘শক্তির বিনাশ হতে দেব না’,‘চ্যালেঞ্জ গ্রহণ করলাম’পাল্টা কটাক্ষ মোদীর DG Rajeev Kumar - Election Commission:রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন Elvish Yadav Arrested: অন্য মাত্রার ‘ট্রিপ’ দিতে গিয়ে শ্রীঘরে Bigg Boss জয়ী এলভিশ যাদব,গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে Electoral Bond Controversy:পার্টি অফিসে কেউ রেখে যায় ১০ কোটির বন্ড, কমিশনকে জানিয়েছে নীতীশের দল Arvind Kejriwal:জল দুর্নীতির মামলাতেও ইডির তলব এড়িয়ে গেলেন কেজরীওয়াল, এই মামলায় অভিযোগটা কী Electoral Bonds: স্টেট ব্যাঙ্ক ফের সুপ্রিম-তোপের মুখে,নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশে ডেডলাইন বাঁধল শীর্ষ আদালত

 

West Bengal

9 months ago

Maldah Blust Case : এবার মালদহে বাজির গুদামে বিস্ফোরণ; অগ্নিদগ্ধ হয়ে মৃত এক, আহত অন্তত তিন

firecracker factory blast in Maldah (Symbolic Picture)
firecracker factory blast in Maldah (Symbolic Picture)

 

মালদহ, ২৩ মে : এগরা ও বজবজের পর এবার মালদহ। ফের অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ। মালদহের ইংরেজবাজার পুরসভার নেতাজি পুরবাজার এলাকায় মঙ্গলবার সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর আগুন ধরে যায় গুদামে। ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। অন্তত তিন জন গুরুতর জখম। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার সকালে বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়েরা প্রথমে ভেবেছিলেন, কোথাও বোমা ফেটেছে। কিন্তু পরে জানা যায়, বাজারে যে বাজির গুদাম রয়েছে, সেখানে বিস্ফোরণ হয়েছে। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সকালে গুদামের সামনে গাড়ি থেকে কার্বাইড নামানো হচ্ছিল। সেই কার্বাইড অসাবধানতায় নীচে পড়ে যায়। তার পরেই হয় বিস্ফোরণ। বিস্ফোরণের ফলে গুদামে আগুন ধরে যায়। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশে। ঘটনাস্থলে বাজির এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিন জন শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে।


You might also like!