কলকাতা, ৯ সেপ্টেম্বর : একদিকে অসত্য তথ্য পরিবেশনের জন্য কড়া সমালোচনা ও অন্যদিকে এর পরিপ্রেক্ষিতে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে - একজোড়া দাবি জানিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়কে চিঠি লিখেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল। জুনিয়র ডাক্তারদের এই সংগঠনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ছয় সেপ্টেম্বর এক্স হ্যান্ডেলে যে মন্তব্য করা হয়েছে তা অনভিপ্রেত।
হুগলি জেলার কোন্নগরের এক তরুণের মৃত্যু হয়েছে গাফিলতির কারণে। আরজিকর হাসপাতালের সাম্প্রতিক ঘটনায় একটানা যে আন্দোলন চলছে সেই কারণেই একরকম প্রায় বিনা চিকিৎসায় তিন ঘন্টা ধরে রক্তক্ষরণের জন্য এই মৃত্যু। যদিও তা সঠিক নয় বলে জোরদার প্রতিবাদ এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট সাংসদকে এই মর্মে ক্ষমতা চাইতে দাবি জানানো হয়েছে।