West Bengal

1 year ago

Yogamaya Kali Mandir: ২২ জানুয়ারি জলপাইগুড়ির যোগমায়া কালীমন্দিরে বিশেষ পুজো, চলছে প্রস্তুতি

Jogmaya Kalimandir at Jalpaiguri (Collected)
Jogmaya Kalimandir at Jalpaiguri (Collected)

 

শিলিগুড়ি : আগামী ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন । ওই দিন জলপাইগুড়ির যোগমায়া কালীমন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে । অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন গোটা দেশের বিভিন্ন ধর্মীয় স্থানের সঙ্গে সেজে উঠবে জলপাইগুড়ি যোগমায়া কালীমন্দিরও। যার প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়িতে।

ইতিমধ্যে অযোধ্যার রামমন্দির থেকে ঘট এসেছে এই ঐতিহ্যবাহী যোগমায়া কালী মন্দিরে৷ সেই ঘট রাখা হয়েছে কালীমন্দিরের নাটমন্দিরে৷ এই ঘট থেকে চাল সমস্ত ভক্তদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। রামমন্দির উদ্বোধনের দিন আলো দিয়ে সাজিয়ে তোলা হবে যোগমায়া কালীমন্দির। মন্দির কমিটির তরফে সমস্ত ভক্তদের কাছে আবেদন জানানো হয়েছে, তাঁরাও যেন সেদিন নিজের-নিজের বাড়িতে আলো জ্বালিয়ে রামের প্রতি শ্রদ্ধা অর্পণ করেন, প্রার্থনা করেন।

মন্দির কমিটির সম্পাদক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের দাবি, 'আমরা হিন্দু সনাতন, তাই এই রামমন্দিরের অনুষ্ঠান সমর্থন করি। অনেকেই যাঁরা ইচ্ছে থাকলেও রামমন্দিরে উদ্বোধনে যেতে পারলেন না, তাঁরা এদিন যোগমায়া কালী বাড়িতে আসুন পুজো দিয়ে বিশেষ প্রার্থনা করুন।'


You might also like!