জলদাপাড়া, ৬ অক্টোবর : জলদাপাড়া জাতীয় উদ্যানে পর্যটন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিল বন দফতর। বন দফতর সূত্রে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগের জেরে হলং নদীর সেতু ভেঙে যাওয়া ছাড়াও এই জাতীয় উদ্যানের আরও বেশ কিছু সেতু ও রাস্তার ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে পর্যটক ও বনকর্মীদের নিরাপত্তার স্বার্থে আপাতত পর্যটন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জলদাপাড়ার বনকর্তারা জানিয়েছেন, রাস্তাঘাট ও সেগুলি পরীক্ষার পর পর্যটন নিয়ে পরবর্তী নির্দেশ দেওয়া হবে।