দুমকা, ২৯ মে : জনগণের সঙ্গে কোনও সম্পর্ক নেই ইন্ডি জোটের লোকজনের, তাঁরা সবাই দুর্নীতিগ্রস্ত। ইন্ডি জোটকে একহাত নিয়ে এই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি বলেছেন, "ঝাড়খণ্ডে জল, জঙ্গল ও জমির কথা বলে জেএমএম-এর লোকজন ক্ষমতায় এসেছে। এখন জলের কিনারায় বালি হারিয়ে যাচ্ছে। এখানে বালি মাফিয়া, ল্যান্ড জিহাদ ও লাভ জিহাদ চলছে।"
বুধবার ঝাড়খণ্ডের দুমকার নির্বাচনী জনসভায় নাড্ডা জোর দিয়ে বলেছেন, "নেপালে ভূমিকম্প হয়েছিল, প্রথমে পৌঁছেছিল ভারতে। তুরস্কে ভূমিকম্প হয়েছিল, প্রথমে ভারতে পৌঁছেছিল। মাদাগাস্কারে দুর্যোগ আঘাত হানে, প্রথমে পৌঁছেছিল ভারতে। ভারত সর্বত্র সর্বাগ্রে পৌঁছেছে।" নাড্ডা আরও বলেছেন, "পিএম সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পের সৌজন্যে আপনাদের বাড়ির বিদ্যুৎ বিল শূন্য হয়ে যাবে। এই প্রকল্পের অধীনে, প্রতিটি বাড়ির ছাদে সৌর শক্তি বসাতে সরকার ৭৫ হাজার টাকা দেবে। এই সৌর শক্তি আপনার বাড়িকে শক্তি দেবে এবং যা অবশিষ্ট থাকবে তা সরকার কিনে নেবে এবং আপনি এর জন্য অর্থ পাবেন।"