দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ইংলিশবাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চলে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন করা হয়। শ্রীরামপুরে ১৬ লক্ষ টাকা বরাদ্দে নির্মিত এই প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পিযুষ সালস্কে, জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ, রাজ্যসভার সাংসদ মৌসম নূর, এবং জেলাপরিষদ সদস্য প্রতিভা সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করেন। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহের জন্য দুটি ই-কার্ট প্রদান করা হয়। এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জেলা প্রশাসন জানিয়েছে।