Breaking News
 
Jadavpur University Student Death: যাদবপুরে ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য, অনামিকার পরিবারের অভিযোগে খুনের মামলা রুজু! Kharagpur IIT: মাতৃভাষায় প্রযুক্তি শিক্ষা,খড়গপুর আইআইটিতে বাংলাভাষায় উচ্চশিক্ষার নতুন দিগন্ত! Jwala Gutta : মানবিকতায় উজ্জ্বল জ্বালা গুট্টা, অভাবী শিশুদের মুখে হাসি ফোটাতে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান Calcutta high Court: অবসর নিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম,নবতম দায়িত্বে বিচারপতি সৌমেন সেন! ISREL-IRAQ Conflict:'যুদ্ধঘোষণা' পশ্চিম এশিয়ার আরেক রাষ্ট্রনেতার, ইজ়রায়েলের বিরুদ্ধে ইসলামি সামরিক জোটের আহ্বান Helencha High School : ছাত্রীদের কুরুচিকর ইঙ্গিত? সহকারী প্রধানশিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, মাথা ফাটল মারধরে!

 

West Bengal

1 year ago

Bankura : ১০ বছরেই সেতুর বেহাল দশা!হচ্ছে না সংস্কারও

Bankura Bridge (Collected)
Bankura Bridge (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাঁকুড়া শহরের পাশ দিয়ে বয়ে গিয়েছে দ্বারকেশ্বর নদ। এই নদের খাত সারা বছর শুকনো থাকে। তবে বর্ষা এলেই বইতে থাকে দু’কূল ছাপিয়ে। নদের একপাড়ে থাকা সুরপানগর, সোনাতাপল, বালিয়াড়া সহ আট দশটি গ্রামের মানুষ স্কুল- কলেজ, হাসপাতাল থেকে শুরু করে দৈনন্দিন বাজার হাট সমস্ত বিষয়েই নির্ভরশীল বাঁকুড়া শহরের উপর। শুধু তাই নয়, বাঁকুড়া শহরের সবজি বাজারের আমদানিও পুরোপুরি নির্ভরশীল ওই গ্রামগুলির উপর।

দু’পাড়ের মানুষের এই পারস্পরিক নির্ভরশীলতার কথা চিন্তা করে ২০১৪ সালে বাঁকুড়ার ভাদুল সুরপানগরের মাঝে একটি কংক্রিটের সেতু তৈরি করে রাজ্য সরকার। সেতু তৈরির পরের বছরই ভেঙে পড়ে সেটি। এরপর প্রায় প্রতিবছরই বন্যাতে ভেঙে যেতে থাকে। প্রথম কয়েক বছর যদিও সংস্কার করা হয়েছিল সেতুটি।তবে ২০১৮ সালে শেষ বার বন্যায় সেতু ভেঙেচুরে গেলেও আর সংস্কারে করা হয়নি। 

স্থানীয় বাসিন্দাদের দাবি, ২০১৯ লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা ও ২০২১ এ ওন্দা বিধানসভা আসনে বিজেপি প্রার্থীরা জয়ী হন। অভিযোগ, সেই কারণেই ভেঙে যাওয়া ওই সেতু আর সংস্কারে উদ্যোগী হয়নি রাজ্য সরকার। তবে প্রশ্ন উঠছে, এমন কী হল, ২০১৪ সালে কোটি কোটি টাকা খরচ করে তৈরি এই সেতু বারংবার সংস্কার সত্বেও এমন বেহাল অবস্থায় পড়ে রয়েছে ?

এলাকাবাসী বলছেন, ওই সেতু তৈরির ক্ষেত্রে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। এলাকার মানুষ সেই সেতু দিয়ে চলাচল করতে না পারলেও রাজনৈতিক দল ও প্রশাসনের কোনও হেলদোল নেই। সেতুর এই হালের জন্য তৃণমূলকেই দায়ী করেছেন স্থানীয় বিজেপি বিধায়ক। বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, “সিমেন্ট দিয়ে তৈরি হয়নি। খারাপ সামগ্রী দিয়ে তৈরি করছে। আমি বিধানসভায় অনেকবার বলেছি। কিন্তু কিছুই হয়নি।” পাল্টা এলাকার বিজেপির বিধায়ক ও সাংসদদের অকর্মন্যতাকেই দায়ী করেছে তৃণমূল। তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি মহাপ্রসাদ সেনগুপ্ত বলেন, “ওইখানকার সাংসদ-বিধায়ক বিজেপির। আমাদের সময় সংস্কার হয়েছিল। ওদের বেলায় সেসব হয়নি। আমরা দেখছি দ্রুত সংস্কার করা যায় যাতে।”

You might also like!