West Bengal

2 months ago

Gauranga Setu in Nabadwip: ষষ্ঠীর দিন প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকবে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু

Gauranga Setu in Nabadwip
Gauranga Setu in Nabadwip

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  বুধবার প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকবে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু। এই নির্দেশ জারি করেছে নদিয়ার জেলা প্রশাসন। তারা জানিয়েছে, আগামী ৯ অক্টোবর সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত গৌরাঙ্গ সেতু সংস্কারের জন্য সব ধরনের যানচলাচল বন্ধ রাখা হবে।

বৃহস্পতিবার গৌরাঙ্গ সেতুর মাঝামাঝি অংশের দু’টি স্ল্যাবের সংযোগস্থলের প্লেট সরে যায়। এরপরেই কোনও দুর্ঘটনা এড়ানোর জন্য এই সেতুর উপর দিয়ে যাত্রীবাহী বাস এবং ভারী যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পূর্ত দফতরের আধিকারিকরা সেতুর বিপজ্জনক অংশ বাঁশ দিয়ে ঘিরে দিয়েছিলেন। শুক্রবার থেকে সেতুর একটি লেন দিয়ে বাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল।

সেতুটি সংস্কারের কাজ শুরু করেছেন পূর্ত দফতরের কর্মীরা। মেরামতির জন্যই ষষ্ঠীতে চার ঘণ্টা সেতুটির উপর দিয়ে সমস্ত যানচলাচল বন্ধ রাখার নোটিস দেওয়া হয়েছে।

কৃষ্ণনগর, নবদ্বীপের সঙ্গে পূর্ব বর্ধমানের যোগাযোগের একমাত্র পথ গৌরাঙ্গ সেতু। সারা বছরই এই সেতুর উপর প্রবল চাপ থাকে। ষষ্ঠীর দিন চার ঘণ্টার জন্য সেতুটি বন্ধ থাকলে বিস্তর সমস্যায় পড়তে পারেন বহু মানুষ।

You might also like!