West Bengal

2 months ago

Fisherman protest in murshidabad : মাছ ধরতে বাধা বিএসএফ-এর, মুর্শিদাবাদে বিক্ষোভ প্রদর্শন মৎস্যজীবীদের

Fisherman  (symbolic picture)
Fisherman (symbolic picture)

 

মুর্শিদাবাদ, ১ অক্টোবর : জল বেড়েছে পদ্মা ও শাখা নদীগুলিতে। এখনই মাছ ধরার একেবারে মোক্ষম সময়। তারপরেও বিএসএফ (সীমান্ত রক্ষী বাহিনী) মৎস্যজীবীদের পদ্মায় মাছ ধরার জন্য নামতে দিচ্ছে না বলে অভিযোগ। গত তিন দিন ধরে তাঁদের নদীতে মাছ ধরতে না দেওয়ার অভিযোগে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান মৎস্যজীবীরা।

মৎস্যজীবীদের বিক্ষোভের জেরে থমকে যায় যানবাহন চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও বিএসএফের আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন তাঁরা।


You might also like!