দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ‘‘আর জি কর নিয়ে আমাদের সন্দেহ মিথ্যা ছিল না। যাঁদের সন্দেহ করা হয়েছিল, সিবিআই তাঁদেরই ডেকেছে। কিন্তু ৫০ দিন পরেও সমাজের অন্ধকার কেটেছে বলে আমি মনে করি না।” এসএসকেএম হাসপাতালের অডিটোরিয়ামে জুনিয়র ডাক্তারদের আলোচনাচক্রে এই মন্তব্য করেন চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার।
তিনি বলেন, “সিবিআইয়ের দেওয়া খামের তথ্য দেখে প্রধান বিচারপতিও বিচলিত হয়ে পড়েছিলেন। ওই খামে মৃত্যুর তথ্য রয়েছে। খামে কী রয়েছে তা নিয়ে যদি তিন-চার মিনিট উনি কিছু বলতেন, তা হলে পশ্চিমবঙ্গের ১০ কোটি মানুষের বিচলিত হওয়ার কারণ কিছুটা কমত।’’