Breaking News
 
Jadavpur University Student Death: যাদবপুরে ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য, অনামিকার পরিবারের অভিযোগে খুনের মামলা রুজু! Kharagpur IIT: মাতৃভাষায় প্রযুক্তি শিক্ষা,খড়গপুর আইআইটিতে বাংলাভাষায় উচ্চশিক্ষার নতুন দিগন্ত! Jwala Gutta : মানবিকতায় উজ্জ্বল জ্বালা গুট্টা, অভাবী শিশুদের মুখে হাসি ফোটাতে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান Calcutta high Court: অবসর নিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম,নবতম দায়িত্বে বিচারপতি সৌমেন সেন! ISREL-IRAQ Conflict:'যুদ্ধঘোষণা' পশ্চিম এশিয়ার আরেক রাষ্ট্রনেতার, ইজ়রায়েলের বিরুদ্ধে ইসলামি সামরিক জোটের আহ্বান Helencha High School : ছাত্রীদের কুরুচিকর ইঙ্গিত? সহকারী প্রধানশিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, মাথা ফাটল মারধরে!

 

West Bengal

1 year ago

E-Malkhana: মালখানা নিয়ে ঝক্কি পোয়ানোর দিন শেষ! থানায় এবার চালু হচ্ছে ই-মালখানা

'Digital Malkhana'  (Symbolic Picture)
'Digital Malkhana' (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ থানার মালখানায় জমা থাকা জিনিসপত্র নিয়ে নিত্য অশান্তিতে পড়তে হতো মামলার তদন্তকারী অফিসারদের। আইন-শৃঙ্খলা সামলানোর পাশাপাশি এসব ঝক্কি এড়াতে ঝাড়গ্রাম জেলার সব থানায় এখন থাকছে ‘ডিজিটাল মালখানা’। মোবাইলে ক্লিক করলেই জানা যাচ্ছে মালখানার হালহকিত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিটি থানায় থাকা মালখানায় নিয়ে আসা হয়েছে নতুন র‍্যাক। ওই র‍্যাকে বাজেয়াপ্ত হওয়া বা কোনও মামলায় গচ্ছিত রাখা জিনিসপত্রগুলিকে আলাদা আলাদা কার্ডবোর্ড দেওয়া প্যাকেটে প্রথমে বন্দি করা হয়। তারপর সংশ্লিষ্ট জিনিসপত্রের তথ্য কম্পিউটারে আপলোড করে কিউআর কোড জেনারেট করে প্রিন্ট নেওয়া হয়। তারপর ওই কিউআর কোডটি সংশ্লিষ্ট জিনিসের প্যাকেট বন্দি গায়ে সাঁটিয়ে দেওয়া হয়েছে। 

মোবাইলে কিউআর কোড স্ক্যান করলেই এক নিমেষেই বেরিয়ে আসছে প্যাকেটবন্দি জিনিসের সমস্ত তথ্য। সেখানে রয়েছে জিনিসের নাম, জিনিসের পরিমাণ, কোন মামলায় যুক্ত, কবে বাজেয়াপ্ত করা হয়েছে এ ধরনের নানান তথ্য। জেলা পুলিশ একটি সফটওয়ারের মাধ্যমে সমস্ত থানাতেই এ কাজ সম্পূর্ণ করেছে। এর ফলে কোন থানায় কী কী জিনিসপত্র মালখানায় রয়েছে, তা নিজের অফিসে বসেই কম্পিউটারের মাধ্যমে দেখতে পারবেন জেলার পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপাররা।

রাজ্যের মধ্যে প্রথম ঝাড়গ্রাম জেলার সমস্ত থানাতেই চালু হয়েছে ‘ডিজিটাল মালখানা’, দাবি জেলা পুলিশের। ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার(অপারেশন) উত্তম ঘোষ বলেন, ‘এতে থানার মালখানায় জমা রাখা জিনিসপত্র সহজেই খুঁজে পাওয়া যাচ্ছে। কাজকর্মে স্বচ্ছতাও থাকছে। রাজ্যের মধ্যে প্রথম ঝাড়গ্রাম জেলার সব থানাতেই ডিজিটাল মালখানা সম্পূর্ণ রূপে চালু করা হয়েছে।’ 

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁচ মাস আগে ‘ডিজিটাল মালখানা’র পাইলট প্রজেক্ট চালু হয় লালগড় থানায়। মালখানার জিনিসপত্রের ডিজিটালাইজড হওয়ার পর একাজে ‘সুবিধা’ ও ‘স্বচ্ছতা’ দেখেই জেলার বাকি সমস্ত থানায় ‘ডিজিটাল মালখানা’ করার নির্দেশ দেন পুলিশ সুপার অরিজিৎ সিনহা। এ কাজে মনিটারিং করার জন্য নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয় জেলার অতিরিক্ত পুলিশ সুপার(অপারেশন) উত্তম ঘোষকে।

ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন,‘পাঁচ মাস আগে লালগড় থানায় পাইলট প্রজেক্ট হিসেবে ডিজিটাল মালখানা চালু করার পর তার সুফল পাওয়ায় জেলার সমস্ত থানায় ডিজিটাল মালখানা চালু করা হয়েছে।’

You might also like!